গানের কথাঃ
দায়ুদ নগর ঐ যে দেখা যায়
মোরা এসেছি নিকটে তার, বেশী দূর নাহি আর
যাবি যদি চলে আয়-২
১। দূতের মুখে পেলাম সংবাদ
এবার পূর্ণ হবে অন্তরের সাধগো- ভাইরে
হলেন জগৎ পিতা অনুকূল, ভবজলে পাবে কূল
পাতকীকুল নিরুপায়-২
২। মেষপাল নিয়ে ছিলাম জেগে
মোরা অন্ধকারময় নিশিযোগে গো- ভাইরে
ঘটল কী ঘটনা আকষ্যাৎ, করে দেখি দৃষ্টিপাত
আলোকে সব আলোকময়-২
৩। স্বর্গের পুরুষ বিদ্যুত বরণ
কিবা অনিন্দরূপ চন্দ্রবচন গো- ভাইরে
হয়ে ভয়ে প্রায় অচেতন, শুনেছিলাম তার বচন
শুনিলে তার প্রাণ জুড়ায়-২
৪। ভয় নাই ভয় নাই শোন কথা
ভবে জন্মেছেন আজ জগৎত্রাতা গো- ভাইরে
করে ঈসা মসীহ নাম ধারন, তরাবেন পাপীজন
রবেনা আর শমন ভয়-২
৫। শুনতে পেলাম বীণার ধ্বনি
তাতে বেজে উঠল কী রাগিনী গো-ভাইরে
এলেন শান্তিরাজ এ সংসারে, আনন্দ নগরে
জয় হউক জয় হউক পিতার জয়-২
বড়দিনের গান
তালঃ কাওয়ালী
শিল্পীঃ দিলীপ সরকার ও সমবেত
সংগীত পরিচালনায়ঃ
দিলীপ সরকার
#isaesong #বড়দিনেরগান #christmassong